১৯৭১ সালের ভয়াল সেই ২৫ শে মার্চ,
পাকিস্তানি হানদাররা করেছিলো অপারেশন সার্চ।
নিরিহ মানুষকে ঘরে ঢুকে করেছে হত্যা,
জালিয়ে বৎস করেছে বস্তি, লাগেনি মনে ব্যতা।
ঘুমন্ত বাঙালীরর উপর ঝাপিয়ে পড়েছিলো,
নিরীহ, নিরস্র বাঙালীর প্রান কেড়ে নিয়েছিলো।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে,
গুলি চালিয়েছিলো ঘুমন্ত ছাত্র শিক্ষকের বুকে।
একটুও মায়া লাগে নি তাদের চোখে,
সুধুই হিংস্রতা ফুটেছিলো তাদের মুখে।
আধার রাতে চালিয়েছিলো এমন নৃশংসতা,
ইতিহাস মনে রাখবে ভয়াল এই গনহত্যা।