চাঁদের দেশে গিয়ে আমি
করবো একটি ঘর,
সেই ঠিকানায় চলে যাবো
থাকবো জীবন ভর।
থাকতে আর ভাল্লাগেনা
এই পৃথীবির মাজে,
কথায় কথায় মানুষগুলা
ভিন্নরূপে সাজে।
নিজের স্বার্থ হাছিল করে
সত্যের পথ ছেড়ে,
মানবতা তাঁদের কাছে
প্রতিনিয়ত মরে।
এদের কাছে নয় নিরাপদ
সাধারণ সব মানুষ,
নিজের বেলায় সব ভুলে যায়
হারিয়ে ফেলে হুস।
তাইতো আমি মনে মনে
করেছি কঠিন পন,
চাঁদের দেশে বানিয়ে বাড়ি
কাটাবো জীবন।