রোজ সন্ধে নীল আকাশের ওই চাঁদটির সাথে
আমি দৌঁড় প্রতিযোগিতা করি।
সে উপরে আকাশে, আর আমি তার ঠিক নিচে,
তার সাথে প্রতিযোগিতা ধরি।


বিশ্বাস করো মৃত্যু যেমন চিরসত্য ঠিক তেমনি,
আমরা কেউ কোন দিন দৌঁড় প্রতিযোগিতায় জিত্তে পারি নি।


যত দ্রুত দৌঁড়াই কিংবা যত আস্তে হাটিই না কেনো,
চাঁদ আর আমার ব্যবধান কখনো,
এক সে:মিও হয় নি জানো!


না পারে চাঁদ আমাকে হারাতে,
না পারি আমি চাঁদকে হারাতে,


অতপর অসমাপ্ত প্রতিযোগিতার পর হার মেনে নিয়ে,
দুজনেই  ক্লান্ত হয়ে ব্যর্থতার নিঃশ্বাস ছাড়ি দাঁড়িয়ে।