চালের মুল্য বেড়ে গিয়ে
হইছে আকাশ ছোয়া,
দামের ভয়ে চালের বস্তায়
যায় না হাত দেওয়া।
ধনী যারা বস্তা ছেড়ে
কিনছে কেজি করে,
গরিব যারা না খেয়ে
চোখে অস্রু ঝরে।
নির্বাচনের আগে সরকার
বলেছিলো তাদের,
দশ টাকায় চাল খাওয়াবো
ভোট দিলে মোদের।
কিন্তু এখন চালের নাগাল
যায় না পাওয়া হাতে,
চাল কিনতে না পেরে
গরিব মরছে ভাতে।
চাল মুল্য এমন হওয়ায়
খায় না তারা ভাত,
কোন মতে পানি খেয়ে
কাটিয়ে দেয় রাত।