রংতুলিতে খোকা আঁকে,
সোনালি ধানের মাঠ,
বিকেল বেলা জমে উঠা
গ্রামীন সেই হাট।
তীব্র রোদে মাতায় ছাতা
কাটছে কৃষক ধান,
চারিদিকে বইছে সুধু
নবান্নের ঘ্রান।
লেপ্টে আছে কৃষক মুখে,
রাজ্য জয়ের হাসি,
কৃষান বধু যাচ্ছে ঘাটে,
কোমরে নিয়ে কলসি।
ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে
করছে ছোটাছুটি,
কোমল মনে বইছে জোয়ার,
আজকে বুজি ছুটি।