রেখেছি, তোমাকে স্মরণে রেখেছি
কি ভাবে, সেটাও বলে দেব আজ
তুমি আছো, তুমি থাকবেও সাথে
করবেও এই মনেই বিরাজ|


মনে আছে সেই ছোট্ট প্রদীপ
যা তুমি সদাই রাখতে জ্বালিয়ে
তুমি ছিলে, সেই দীপও জ্বলত
আজও সেই দীপ, শিখায় জড়িয়ে|


যে কাজে আমার ছিল অবহেলা
তুমি চাইতে না এই আচরণ
তবুও তো আমি তোমাকে মানিনি
করিনি সে কাজ কখনো তখন|


চলে গিয়ে তুমি ফুটিয়েছ চোখ
বুঝিয়েছ, আমি কত অসহায়
সহজেই ভুল সেদিন করেছি
আজ পরিতাপ আমার সহায়|


চলে গেলে তুমি, সময় দিলে না
বিষাদের ফাঁদে ফেলে দিয়ে গেলে
জ্ঞান বুদ্ধির লোপ পেয়েছিল
মন বলছিল চলে যাও সাথে|


সকলের প্রস্থানের পরেই
এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে
নজর পড়লো সেই প্রদীপেই
যা তুমি দিতে না কখনো নিভতে|


প্রদীপের মাঝে তোমায় পেলাম
জ্বল জ্বল শিখা তখনও ছুটছে
এই শিখা থেকে প্রেরণা পেলাম
শুনলাম মন বাঁচতে বলছে|


জ্বালিয়ে রেখেছি, নিভতে দিইনি
এই প্রদীপেই তুমি আছো সাথে
করেছিও উৎসর্গ জীবন
এই প্রদীপের পুষ্ট শিখাতে|


আজও সেই দীপ, শিখায় জড়িয়ে|