বাঁধন যখন, আলগা হলো
কমেও গেল, ধরার ইচ্ছে
কঠোর বাঁধন, ছিল যখন
প্রবল ছিল ধরার ইচ্ছে|


মনের এমন পরিবর্তন
হয় না আমার উপলব্ধি
বাঁধার ইচ্ছে, মনকে আমার
লাগছেনা কাজে কোনো বুদ্ধি|


অদম্য এক, ইচ্ছা তো হয়
হয় না কেন, ইচ্ছা অটল!
কাকেই করব, নালিশ আমি!
নালিশ করে, পাবো কি ফল!


বদলাবে মন, এটাই রীতি
এই রীতিতেই, গড়ছে নীতি
মানতে হবেই, এই রীতিকে
নাও বা পেলে, জীবন স্থিতি|


আলগা বাঁধন, টিকতে চায় না
তাই তো ইচ্ছা, আঁট বাঁধনের
ইচ্ছা যখন, লাগবে কাজে
সেটাই সময়, মন বদলের|


আঁট বাঁধন কি আলগা হয়না!
আলগা তো হয়, তাই স্বান্তনা
আলগা বেঁধেই, চলেছে দিন
যার যেতে হয়, চলেই যাক না|