আপন হতে চাওয়া বোধহয়
কাজটা ভীষণ ভুল
আপন করে নিলেই হয়ত
ফুটবে একটা ফুল|


আপন হওয়া মানেই যে কি
সেটাই জানার ইচ্ছে
সেই মানেটা খুঁজতে গিয়েই
ভুলটা আমার হচ্ছে|


জন্ম হলেই হয় তো আপন
মা বাবা ভাই-বোন
তাঁদের সাথে জুড়েও তো যায়
আত্মীয় স্বজন|


এত আপন সবাই তো পাই
আরও আপন চাই
যারা আপন, পর হয়ে যায়
সেইদিকে মন নেই|


আপন যারা, চাইনা তাদের
এ যে কেমন ধারা
পরকে আপন করার জন্য
মনটা করে তাড়া|


আপন ও পর বিষয়টা তো
গন্ডগোলের বাসা
তাই তো আপন করতে গিয়ে
মানুষ হারায় দিশা|


সব মানুষের আপন ও পর
হবেই ভিন্ন ভিন্ন
তারাই থাকুক আপন ও পর
খোঁজাই কেন অন্য|


বেশী আপন করেই কি লাভ
ভাবছি আমি তাই
ক্ষতির ভাবনা তাও তো আসে
কোনদিকে যে যাই!


আপন যদি পর হয়ে যায়
কি হবে আর বলো!
দুঃখ একটু হবেই বৈকি
ঘিরবে মনে কালো|


আর যদি হয় পরই আপন
আনন্দে কি ডুববে!
প্রথম প্রথম হতেও পারে
পরে গিয়েই ভুগবে|


আসলে তো আপন ও পর
সবই স্বার্থে জোড়া
দুটোই ভালো দুটোই মন্দ
হিসেবে দিয়ে মোড়া|


অনেক বছর পরে এখন
আমার বুদ্ধি বলে
আপন হওয়া আপন করা
দুটোই ভুলের দলে|


আপন ও পর