নতূন কিছুকে, দেখলেই যদি
মনে জেগে ওঠে সাধ
করাই যাবে কি, এ সাধের প্রতিবাদ!


নতূন করে কি, দেখলেই, জাগে
পুরোনো সাধের স্মৃতি!
কখনো হলেও, সেটা কি হবেই রীতি!


নতূন কিছুকে, দেখার জন্য
দূরেও করি গমন
নতূন দেখে কি, সাধে পূর্ণতা পায় মন!


নিকটেও আছে, অনেক নতূন
সে দিকে যায় না দৃষ্টি
মন কি চায় না, করতে কারণ সৃষ্টি!


নতূন দেখব, নতূন চাইব
বলবে কি এটা ভ্রম!
দেখলেই, চাওয়া হবে নাকি অনুপম!


নতুনের, ছড়াছড়ি চারিদিকে
আজ এটা কাল সেটা
দেখেই, করতে হবে কি পাওয়ার চেষ্টা!


যা কিছু সৃষ্টি, নতুনের ঘরে
তা নিয়ে চলে জীবন
আরও নতুনের, কেন হয় অন্বেষণ!


নতুনের ডাকে, সাড়া দিতে হয়
তা তো নয় অনুচিত
সাড়া দেওয়াটাকি, নিশ্চিত এক জিৎ!


তোমার আমার, সকলের চাই
নতূন নতূন সব
হারিয়ে গেছে কি, পুরাতন অনুভব!


আজ যা নতূন কাল তা পুরোনো
হবে কি পরিত্যক্ত!
হয়ে কি যাই না, পুরোনোতে আসক্ত!


মনের যে সাধ, তা যে অনন্ত
পাল্টায় ক্ষণে ক্ষণে
এই কারণে কি, থাকবে মনটা নতুনে!


মনে পরিতোষ, ভাবনা হয় না
দেখলে কিছু নতূন
মনের মধ্যে, পুরোনো যে নবারুন|