//আশ্রিতা//


আশ্রিতা হয়ে, বেঁচে থাকি আমি
হারিয়েছি অধিকার
জানিনা কোথায়, জনম আমার
কি নাম পিতামাতার।


জন্ম হলেই, বাঁচতেও হবে
জেনেছি নিয়ম তাই
নিয়ে যাই শ্রেয়, করে যাই কাজ
সময়ে হিসেব নেই।


বাঁচার সাধন, পেয়ে যাই আমি
বলার মতন নয়
তবুও মেনেছি, প্রতিবাদহীন
এ ছাড়া নেই উপায়


জন্মেছি আমি, আছে পিতা মাতা
তাঁরা যে আছে কোথায়
বরণ করেছে, হয়ত মরন
জেনে পাব না তো ভয়।


এক অভিলাষ, যেন খুঁজে পাই
মা ও বাবাকে জীবনে
সেই ইচ্ছাই, বাঁচিয়ে রেখেছে
ভেবে সুখ পাই মনে।


সুবীর সেনগুপ্ত