যা কিছু বলব, সবই তো সত্য
হওয়াই উচিত, তাই নয় কি!
যা কিছু ঘটবে, তাই তো বলব
সত্যকে নিয়ে চলতে ভয় কি!


যা কিছু ঘটেনি, সবই আঁধারে
কি তুলে আনব সেই স্থান থেকে!
যাই তুলে আনি, সেটা তো ঘটেনি
বানিয়ে বলা যে হবেই মিথ্যে।


যা কিছু মিথ্যে, সব দিশাহীন
যতই বলব, পাল্টে যাবেই
পাল্টানো কথা বুঝিয়েও দেবে
বলেই যাচ্ছি সব বানিয়েই।


মিথ্যে বলার কি যে প্রয়োজন!
এ কথা ভেবেছি অনেক সময়
নিজের ভুলটা ঢাকার জন্য
আশ্রয় নিই বানানো কথায়।


অন্যায় যদি হয়ে গিয়ে থাকে
সেটা জানালেই, হয় মঙ্গল
অন্যায় ঢেকে রাখতে গেলেই
সেই প্রচেষ্টা হবেই বিফল।


সত্য মিথ্যে দুটোই কথায়
বলতেও হবে কথা অহরহ
মিথ্যে কি করে সৃষ্টি যে করি!
করতে গেলেই মনে বিদ্রোহ।


যেমন চলছে জীবনের ধারা
তেমনই আসছে ঘটনার স্রোত
কথাও আসবে সেই স্রোত থেকে
তবেই সত্য গড়বেও জোট।


এ ধরা সত্য, সত্য প্রকৃতি
সত্য কি নয় আসা আর যাওয়া!
ক্ষণিকের এই জীবন সত্য
কেন শুধু শুধু মিথ্যেকে চাওয়া!