//আবার ভাবনা//

আবার যদি বলতেই হয়
বলার আগে ভাববো
মনের মধ্যে আসলে দ্বিধা
বলায় বিদায় টানব|


বলছে দুজন, শুনছে দুজন
কিংবা তারও বেশী
আলোচনার তাই তো নিয়ম
কথাও নয় একপেশী|


ভাবছে সবাই বলার আগে
ভেবেই কিছু বলা
ভাবার পরেও হই প্রতারিত
কোন পথে যে চলা!


বুদ্ধি সবার নয় একরকম
ভাবনার ফল ভিন্ন
একই কথার প্রতিক্রিয়ায়
বিচার বিবাদ অন্য|

ভিন্ন পথেই চলতে চলতে
সামনে সঠিক পথ
ভাবনাও তাই, বলতে বলতে
পূরণ মনোরথ|


অনেক কথার ঝরণা যখন
কোন ঝর্ণায় মাতব!
সব উপেক্ষা যায় কী করা!
করার হলে করব|


তোমার বলা শুনছে সবাই
আমার বলাও তাই
শোনার পরে কে বলবে কী!
ভাবনা আগে নাই|


কে কোন কথার ভক্ত হলো!
জানার নেই উপায়
জানতে পারি মুখ খুললেই
বললে সে পুনরায়|


আবার বলার অনুরোধ তাঁর
রাখব কী না-রাখব!
দ্বিধার থেকে দূরে যেতেই
আবার আমি ভাবব|


আবার ভাবনা, আবার ভাবনা
এ নয় কোনো খেলনা
এই ভাবনার খুব গুরুত্ব
হয়না কভু ফেলনা|


সুবীর সেনগুপ্ত