//আবশ্যিক অবদান, ঘড়ি//


এই ঘড়ি চলে ঠিক
ওই ঘড়ি তাও ঠিক
সব ঘড়ি চলছেই
একই তালে নির্ভীক।


ঘড়ি চলে ঘড়ি চলে
চলে না তো নিজ বলে
ঘড়ি থাকেনা তো ছলে
শক্তি জোগালে চলে।


বহু ঘড়ি বহু রূপে
টিকটিক চলে চুপে
চলে ছায়াতে ও ধূপে
শক্তিবিহীন স্তুপে।


ঘড়ি অতি দরকারী
সব কাজে উপকারী
সাজানো ঘড়ির সারি
দামী দামী আহামরি।


ঘড়িহীন পৃথিবীতে
জীবন বাদানুবাদে
সময় যে নেই পাতে
স্মৃতি সূচী দুধেভাতে।


ঘড়ি হলো নিষ্প্রাণ
মানুষ জোগায় প্রাণ
ঘড়ি সময়ের মান
মানুষের অবদান।


সুবীর সেনগুপ্ত