আজ হল তার তিরধান
প্রাণ চলে গেল অজানায়
মনও কি তাই, নাকি মৃত হল!
এই রহস্য নিয়েই ভাবনা
ঘুরে ফিরে আসে আঙিনায়|


এত সুন্দর মন ছিল তার
মানবিকতার প্রতীক
কেন সেই মন হারিয়েই যাবে
যা ছিল শান্ত অমায়িক|


মনের ঠিকানা জানাই যায় না
মন আছে সেটা মানি
কোথায় যে আছে, অনুমান করি
অন্যের কথা তাও মনে ধরি
ব্যাস, তারপরে আর নেই কানাকানি|


উদ্ভব হবে, হবে তিরধান
এ তো নিয়মের খেলা
খেলোয়াড় হয়ে সবাই খেলছি
ভাসিয়ে দিয়েছি ভেলা|


আমার ধারণা মনটাই ধন
বাকী সব কিছু আজ্ঞাধীন
মনটাই দেয় আদেশ, নয় কি!
বিরুদ্ধে যাওয়া ঠিক হয় নাকি!
মনের সঙ্গে সন্ধি করেই বাজবে বিন|


জন্মের আগে মনটা কোথায়!
থাকে কি একটা স্থানে!
তিরোধান-এ  সেটা যায় কি সেথায়!
সে কি বিধাতাই জানে!


যদি থেকে যায় মনটা কোথাও
কি ভাবেই হবে উপযোগ!
তিরধান হয়ে শরীর ধ্বংস
কোথাও পাবেনা খুঁজেও অংশ
করতে কি পারো কাউকেও অভিযোগ!


তিরধান হবে, হতেই তো হবে
ধ্বংস করব শরীরটাকেও
মনটা অজানা, তেমনই থাকবে
থামাতেই হবে ভাবনাটাকেও|


আছে কি কোথাও মনের ঠিকানা!!!