//আধুনিক হতে দোষের কী আছে!//


যত আধুনিক তত কৃত্রিম
যত কৃত্রিম, তত বেশী খুশী
যত বেশী খুশী, তত ক্ষণস্থায়ী
তবে কি জীবন কেবলই বিষয়ী!


বিষয় দিয়েই জীবনের সুখ
সুখ জুড়ে গেছে জীবনের সাথে
বিষয় কমলে, কমে যায় সুখ
সে স্থান পূর্ণ অসুখেই হয়।


যে বিষয় নিয়ে আজ আধুনিক
কাল আধুনিক অন্য বিষয়ে
সময়ে সময়ে এক এক বিষয়
সুখ এর বিভিন্ন পরিচয়।


যত আধুনিক, ততই নকল
আর তত বেশী হয় অনুকরণ
নব বিষয়ের জন্য ব্যাকুল
ভাবিনা, বিষয় চোখে দেয় ধূল।


ভুবন কোথায় হয় আধুনিক!
আধুনিক হয় শুধুই মানুষ
আর কোনো প্রাণী এতে জড়ায় না
তারা কৃত্রিম হতেও চায় না।


মানুষের খুশী আগুনের মতো
ইন্ধন দিলে জ্বলতে থাকবে
বিষয়, খুশীর ভালো ইন্ধন
তাই নিয়ে জ্বলে ওঠেও আগুন।


বিষয় পারে না মাপতে এ মন
মনও করে না বিষয় আপন
মন ও বিষয় খুঁজে যায় মিল
একটু পেলেও, বেশী গড়মিল।


মানুষ যা দ্যাখে, তাই পেতে চায়
এই নিয়মেই হওয়া আধুনিক
বেশী বিষয়ের মালিক হলেই
হয় আধুনিক অতি সহজেই।


আধুনিক হতে দোষের কী আছে!
দোষ থাকবে না সবাই হলেই
কিছু ব্যতিক্রম খুঁজে পাওয়া যায়
সাধারণ হয়ে তারা খুশীতেই।


প্রাচীন কালেও ছিল বৈভব
নিখোঁজ হয়নি কোনো সময়েই
বিষয়, বাঁচার এক অলংকার
যথাযথ বাঁচা নিজের ব্যাপার।


বিষয় থাকবে, থাকবে শান্তি
এরকম আশা অতি উত্তম
কতটা যে হতে হবে আধুনিক!
যাতে শান্তিও হবেনাও কম।


সকলেই পাক সুখ ও শান্তি
হোক আধুনিক, বিবাদ কোথায়!
কার অর্থে যে কী আধুনিক!
সেটা হবে তার জন্য সঠিক।


সুবীর সেনগুপ্ত