//আদরের দর করাই যাবে না//


বেশী দর দিয়ে পাবো কী আদর!
যদি পাই, তবে কোথায় খবর!
ঠাট্টা করছ, করতেই পারো
প্রতিবাদ করে বাড়াব না দর।


আদর চাইছি, করছি কী ভুল!
ভুল হলেও তো ছিঁড়ব না চুল
এ যে ভুল নয়, মনে বিশ্বাস
এই বিশ্বাসে ফুটে ওঠে ফুল।


কী কী কেনা যায়, আর কী কী নয়
অর্থ থাকলে, সব কেনা যায়
অন্ততঃ সকলেই তাই বলি
তফাৎ আসেই কেনার বেলায়।


যত উপাদান ও উপকরণ
তাতে সাধারণ ও অসাধারণ
সব রূপ রেখা নিয়েই সামনে
সবই কেনা যায়, হয়না বারণ।


'সব' শব্দটা বেশ মজাদার
যে কোনো সংখ্যাতে ব্যবহার
কথায় কথায় বলে ফেলি নাকি!
কেনা যায় নাকি সব সম্ভার!


সম্ভার নিয়ে মনে জিজ্ঞাসা
যা প্রয়োজনীয়, তা কী সম্ভার!
সূর্যের আলো খুব প্রয়োজন
বলা যাবে নাকি সেটা সম্ভার!


আকার না হলে হবে সম্ভার!
আকারে থাকে না বহু প্রয়োজন
ভালবাসা স্নেহ আশীষ আদর
এ-সব ছাড়া তো চলেনা জীবন।


যতই বাড়াই আদরের দর
পাওয়া যাবে নাকি ভীষণ আদর!
জানি এই লেখা ভাবনারই ফল
করাই যাবে না আদরের দর।


সুবীর সেনগুপ্ত