//আজকের ফুল মূর্ছা যাবেই//


পৃথিবী বিচার করতে জানে না
যেমন জানে না আর কোনো গ্ৰহ
যা হবার, হয়ে যাবেই সেখানে
শত প্রচেষ্টা থামাতে পারে না।


যেটা হয়ে গেল, জানা যেতে পারে
খোঁজা হতে পারে, হওয়ার কারণ
কারণ পাই কি! কিংবা পাই না
খোঁজা ঠিক নয়, বলে না তো মন।


যা কিছু ঘটছে শনি মঙ্গলে
অথবা পৃথিবী শুক্র বা বুধে
কোনো গ্ৰহ, করে নাকি আপত্তি!
শংকা যে নেই কারো অস্তিত্বে।


আজ যেটা গ্ৰহ, কাল থাকবে না
নতূন গ্রহের হবে আবির্ভাব
অন্বেষণেই মানুষের মন
এই যে তাদের মুখ্য স্বভাব।


শুধু এই গ্ৰহ আজ প্রাণে ভরা
পরে যে হবে না শূন্য, কে জানে!
যে গ্রহে আজকে কোনো প্রাণ নেই
প্রাণ এসে যাবে হয়ত সেখানে।


গ্ৰহ উপগ্রহ চাঁদ ও সূর্য
নিয়ত দৃশ্য মহাকাশ বাগে
যে ফুল দেখছি আজকে বাগানে
মূর্ছা যাবেই সময়ের দাগে।


গ্রহদের বুকে যে সব ঘটনা
তাতে আমাদের অবদান নেই
আমরা ঘটাই যে সব ঘটনা
তাতে পৃথিবীর কোনো লাভ নেই।


আমাদের জ্ঞানে একটাই গ্ৰহ
কেবল এতেই জেগে আছে প্রাণ
খুঁজতে খুঁজতে হয়ত জানব
আরো কোনো গ্রহে প্রাণ করে তান।


আজকের জ্ঞান মিথ্যে তো নয়
জ্ঞানের প্রগতি হতেই তো পারে
উন্নত জ্ঞানে কেন ঘটাই না
তেমন ঘটনা, যা লাভের ঘরে!


প্রথমে তো স্থান, মানুষ তো পরে
উপযোগী মান স্থানের জন্য
কখনো কি হতে পারে বিপরীত!
হয় না, হলেই মানুষ দৈন্য।


সুবীর সেনগুপ্ত