//আকাঙ্খা ও মন এক পাতে//


আকাঙ্খা হবে না মৃত কোনোদিন
কমে যেতে পারে, বাড়তেও পারে
পুরোপুরি মুছে যাওয়া অসম্ভব
এ আমার উপলব্ধিতে পড়ে।


চাইতে চাইতে চাওয়ার অন্তে
পৌঁছে কী যাবো! তা হতেও পারে
চাওয়া শেষ হবে, পাওয়া থামবে না
থেমে গেলেই তো জীবন আঁধারে।


আকাঙ্খা আর চাওয়ার তুলনা
এটা ঠিক নয়, আমার ধারণা
চাওয়া নিশ্চিত, নয় আকাঙ্খা
আকাঙ্খা এক ইচ্ছারই দানা।


যে আকাঙ্খা দিয়ে মন ভরা
ধীরে ধীরে ছাড়ি সেটার সাহারা
নাও ছাড়ি যদি, হ্রাস হতে থাকে
আকাঙ্খাতেই বদলের ধারা।


মনের প্রেরণা আশা আকাঙ্খা
কামনা বাসনা আছে সাথে রাখা
মিলিয়ে মিশিয়ে এই সব নিয়ে
জীবন হবে না কোনদিন ফাঁকা।


সুবীর সেনগুপ্ত