//আলোচনা মনে হয় প্রয়োজন//


আলোচনা খুব প্রয়োজন নাকি!
এক কথায় এর উত্তর নেই
নিজের যে কাজ, একা একা করি
আলোচনার যে মানুষই নেই।


যৌথ যে কাজ তাতে আলোচনা
তবে আলোচনা এখানে সহজ
দুজনের মাঝে কথোপকথন
দুজনের থাকে একই গরজ।


দলীয় কাজে নিশ্চিত আলোচনা
অনেক মাথাকে নিয়েই তো কাজ
অনেক মাথার দ্বারা বিবেচনা
এক নিশানায় এলে তবে সাজ।


আলাপ আলোচনা মন্ত্রণা
প্রায় প্রতিদিন করতেই হয়
না করেও দিন চলে যেতে পারে
সব কিছু প্রেক্ষিতের ছায়ায়।


শৈশবে আলোচনা ছিল না তো
যৌবনে এসে লাগে আলোচনা
নিজের জীবন নিজেরই উপর
আলোচনারও হয় আনাগোনা।


জীবন কাটে না কারো নির্জনে
সমাজের মাঝে থাকতেই হয়
আলোচনা দরকারী হয়ে ওঠে
করতেও হয় সময় সময়।


আদেশ অথবা নির্দেশ নয়
আলোচনা স্থির মতের গঠন
আদেশ আর নির্দেশ মেনে চলা
করার হলেই, সায় দেবে মন।


আলোচনা শেষে যে যে কাজ করি
সব কাজ হয়ে যায় নাকি ঠিক!
হয়না, সে কথা বলা বাহুল্য
তবে আলোচনা দেখায় তো দিক।


কাজ শিখে নিলে, আলোচনা কম
বিষয় জেনেই করা আলোচনা
অন্যথা হলে নিজেরই বিপদ
দূরে থাকাটাই সঠিক ধারণা।


আলোচনা ছিল, আগেও থাকবে
সবজান্তা যে কেউই হয় না
শান্ত মনের অধিকারী হয়ে
কোনো আলোচনা বিফলে যাবে না।


সুবীর সেনগুপ্ত