আমার বলার মূল্য কতটা!!!


আমার বলার দাম যদি থাকে
তবেই বলব, আমি ওকে তাঁকে।
আমার বলার মূল্য কতটা
তা ঠিক করবে, যাঁরা হবে শ্রোতা।
আমার বলায়, প্রান কি আছেই!
অন্যের হাসি, বোঝাবে সেটাই।
এখানেও বলা, ওখানেও বলা
শুদ্ধ বলাতে, মনে খুশী মেলা।
আমার বলাতে, কত অধিকার!
এ নিয়ে ভাবনা খুব দরকার।
আদেশ ছাড়া কি আমি বলব না!
নাকি সায় ছাড়া, বলা হবে কানা!
বলার আদেশ আসতেই পারে
সে আদেশ হবে বিশেষ প্রকারে।
কে কখন আর কি কথা বলবে
স্বইচ্ছাতেই কথা ঠিক হবে।
সুস্থ মনের অধিকারী যাঁরা
তাঁদের বলাতে কারণের ধারা।
বলায় না ভরে কোনো ছলাকলা
কেউ করবে না বলা অবহেলা।
একা একা বলা, হয় কি আড়ালে!
সেটা হলে, বলা মরেই অকালে।
বলা হতে হবে খুব সঙ্গত
নিদেন পক্ষে হোক যথাযথ।
প্রথম আলাপে, নেই মুখে গালি
স্বার্থ হারালে, আসে জোড়াতালি।
প্রক্রিয়া প্রকরণ কিছু নেই
যে যেখানে থাকি, ডুবি কথাতেই।
এক পরিচয়, দৃষ্টিতে নয়
দুই পক্ষের বলাতেই হয়।
মনে এল, আর বলে ফেললাম
বলায় যে ভুল, পরে বুঝলাম।
বলা উপস্থিত, জীবনের ভিত
নীরবতা সহে থাকা নয় রীত।
দুই-চার ক্ষণের ভাবনার পরে
বলা শুরু হলে, আলো ঝরে পড়ে।
চেষ্টা তো করি, ভেবে বলতেই
ভুল হয়ে যায়, গালাগালি খাই।
সত্যকে মেনে, প্রাণ চলে যায়
বলা আর এক প্রাণের সভায়।


Subir Sengupta