//আমি অবিচল//


আমার জীবনে পেরেছ কি তুমি ঢুকতে!
আসলে করনি প্রয়াস, এ কাজ করতে।


তোমার জীবনে, আমাকে দাওনি ঢুকতে
সাথে আছি শুধু, নিয়ম রক্ষা করতে।


আর কোনো আশা, থাকতে কি পারে জীবনে!
থাকলেও, সেই আশা হবে বৃথা স্বপনে।


দুজনের এক সাথে থাকা, ইচ্ছার ফল
দুটো ইচ্ছাকে এক করে নিলে, থাকা সফল।


দুটো ইচ্ছার, হলেই আলাদা পথ
জীবনসাথীর সংজ্ঞাতে আসে সংকট।


এটাই হয়েছে, সেটাই এখন ঘটনা
এই ঘটনার সাক্ষী দুজনে, মানোনা!


এমন ঘটনা, প্রথম নয় এই ধরাতে
ঘটেই চলেছে আকছার, নেই সীমাতে।


জীবনসাথীর গঠনে, একটি পণ
সেই পণ ভেঙ্গে গেলে, ভেঙ্গে যায় মন।


ভাঙ্গলে, হারিয়ে যাবেই ভারসাম্য
ভাঙ্গা জিনিসকে, সাজালে কি হবে রম্য!


ভেঙ্গে জোড়া দিয়ে, জিনিস টিকতে পারেনা
জোড়াতালি দিয়ে, ভাঙ্গা মন অটুট থাকে না।


যে অবস্থায়, আমাদের আজ সংসার
সেই অবস্থা, কেন করা আরও বিস্তার!


কিছু সুখ আর আনন্দ, জীবনে কাম্য
আছে আমাদের কিছু সুখ, যা বোধগম্য!


নদী জলে ভরা, হলে হবে তীর ঊর্বর
নদীর অন্বেষণে জল, থাকে নিরন্তর।


আমরা পারিনি ধরতে, উচিৎ পথ
এক সাথে থাকা, হয়নি চিত্রবৎ।


করতে হবেই সেই কাজ, যাতে মঙ্গল
ছাড়াছাড়ি হলে হোক, আমি তো অবিচল।


সুবীর সেনগুপ্ত