//আমি শহীদ হইনি, বাড়িয়েছি ঋণ//


আমি স্বাধীন, তাও তো অধীন
শহীদ হইনি,বাড়িয়েছি ঋণ
আমি নৈবেদ্য, আমি উৎসর্গ
আমি হতেও চাই না দুর্গ|


আমি ছন্দ আমি আনন্দ
আমি দূরের অজানা তান
আমি এইকাল, আমি পরকাল
আমি দিবস ও রজনী সমকাল|


আমি নিত্য, আমি নৈমিত্তিক
আমি অকপট, আমি অমায়িক
আমি ঋজু, আমি সমতল
আমি কঠিন হয়েও সরল|


আমি সময়ের মাঝে অবিচল
আমি সতেজ শ্যামল বনতল
আমি বিকাশ, আমি বিশ্বাস
আমি ক্ষুদ্র ক্ষুদ্র ইতিহাস|


আমি দ্বারদেশ দেখে নই শেষ
আমি প্রবেশ করেই নিবেশ
আমি সংগ্রাম, আমি নির্বাধ
আমি ভিন্ন মেজাজে আস্বাদ|


আমি সরল, আমি সাধারণ
আমি প্রয়োজনে হই তরল
আমি নমনীয়, আমি সাবলীল
অমিলের মাঝে খুঁজি মিল|


আমি রিক্ত, তাও তো পূর্ণ
আমি অতি সুখে জরাজীর্ণ
আমি আবেদন, নই কাকুতি
আমি যুক্তি জড়িয়ে উক্তি|


আমি প্রত্যয়, আমি অব্যয়
আমি দুর্দম, আমি দুর্জয়
আমি নির্জনে নিজ সঙ্গী
আমি হতেও চাই না জঙ্গি|


আমি মানুষের রূপে প্রাণ
আমি সমতার মাঝে অভিমান
আমি সুখ-অসুখের স্তম্ভ
আমি দূরে রাখি সব দম্ভ|


সুবীর সেনগুপ্ত