আঁকো মৃত্যুর পাল।
।।সুবীর সেনগুপ্ত।।


আঁকো আঁকো আঁকো, বেশী বেশী আঁকো
যেমন আঁকতে, তেমনিই আঁকো
আঁকো দুঃখকে, আঁকো বিভিন্ন সুখ
আঁকো কান্নার অনেক সিক্ত রূপ।
আঁকো বিশ্বাস, আঁকো নিঃশ্বাস
আঁকো স্বতন্ত্র ফুলের সুবাস...
আঁকো তাপমান, শৈত্য প্রবাহ
এঁকেই ফেলোনা কিছু আগ্রহ...
আঁকো যন্ত্রনা এবং বেদনা
আন্তরিকতা-পূর্ণ কামনা...
ভেবো না কখনো, আঁকা হয়ে যাবে শেষ
আঁকতেই হবে, তোমার আঁকা বিশেষ।


যান বাহনের, শব্দকে আঁকো
মেঘ গর্জন, তাও এঁকে রাখো...
শুনলেই, আঁকো নুপূরের ধ্বনি
আঁকো যত আছে, রাগ ও রাগিণী...
কোত্থাও নেই, আঁকায় নিষেধ
গড়ে উঠবে না, ভেদ ও বিভেদ...
আঁকছ, তাই তো জানছি তোমার মন
আঁকা দেখে দেখে, দেখছি নব স্বপন।


আঁকো রীতিনীতি, আঁকো রাজনীতি
আনমনে আঁকো, ভাবে ভরা প্রীতি...
খিল খিল হাসি, আঁকতেই পারো
আঁকো আনন্দতান বড় বড়...
দিন ও রাতের, তুলনাও আঁকো
এঁকে এঁকে তুমি, ভালবাসা ডাকো...
আঁকো জন্মকে, আঁকো জীবনটা
ধনীকে এঁকো না, আঁকো সাদামাটা...
আঁকতে চেয়োনা মরণোত্তর কাল
তার চেয়ে ভালো, আঁকো মৃত্যুর পাল।
****    ****    ****    ****