//আনন্দ অযুহাতহীন//


নির্ভরতার থেকে আনন্দ
ক্ষণস্থায়ী হয়ে যায়
আনন্দ আসে, আনন্দ যায়
কম হয় বিনিময়।


খেয়ে আনন্দ, শুয়ে আনন্দ
সকলেই পেয়ে যায়
একটা সময় পার হয়ে গেলে
সেই আনন্দ উবে যায়।


বেড়াতে যাওয়ার যে আনন্দ
কল্পনাতেই বেশী হয়
বেড়ানোর শেষ হতে না হতেই
আনন্দ মন থেমে যায়।


উপহার থেকে আসে আনন্দ
কখনো বিমূঢ় হতে হয়
বিশেষ দিনটি আগে চলে গেলে
বিহ্বলতায় দিন যায়।


সফলতা দেয় খুব আনন্দ
শুধুই নিজের নয়
তনয় তনয়া সফলতা পেলে
খুশী বহুগুণ বেড়ে যায়।


আশা নেই, তবু ছায় আনন্দ
দৈব্যবাক্য থেকে নয়
বিরল হলেও, কারো হাতে আসে
যা লটারীর দান হয়।


ভালোলাগা থেকে যে আনন্দ
এগিয়ে যেতেই চায়
কীসে ভালোলাগা! তার উপরেই
আনন্দ নির্ভর হয়।


রোগ নিরাময় হলে আনন্দ
আশ্বাসনের পথ পায়
বাঁচার ইচ্ছা বাড়ে শতগুণ
জীবন নিয়মে এসে যায়।


ভালবাসা পেলে অতি আনন্দ
ব্যাকুলতা জাগে কামনায়
পুরনো হলেই, মন উদাসীন
কামনা শূন্যে ডুবে যায়।


সীমাহীন আয় দেয় আনন্দ
তা কী সীমাহীন হয়!
অর্থ প্রভাব রাখতে পারে কি
সদা আনন্দ আঙিনায়!


প্রতিশোধ নিয়ে মনে আনন্দ
নিজেই বাহবা নেয়
বাহবার রেশ অল্পক্ষণের
ডুবে যায় অনুশোচনায়।


একাজ ওকাজ থেকে আনন্দ
এসেই মিলিয়ে যায়
বন্দী করার সব প্রচেষ্টা
অকৃতকার্য হয়ে যায়।


কোথায় যে পাই সেই আনন্দ
যা চিরসাথীর স্থান পায়
সেই আনন্দ আছে সব মনে
খুঁজলেই পাওয়া যায়।


আমি আনন্দে আছি ও থাকব
এই পণ নেওয়া যায়
দৃঢ় এক মন দেবেই না যেতে
এই পণ কিনারায়।


সুবীর সেনগুপ্ত