আশা নেই
এই জীবন করব পূর্ণ
আশা আছে
এই জীবন না হোক শূন্য|
আশা নেই
এই জীবন অকালে চলে যাক
আশা আছে
এই ভুবন না ভুগে পায় ডাক|
আশা নেই
যত ভাবনার হোক অবসান
আশা আছে
সব ভাবনায় পেয়ে যাক মান|
আশা নেই
কোনো ভালবাসা ধরা দেবে
আশা আছে
ভালবাসাই সময়ে জুড়বে|
আশা নেই
কালো নিজেই জ্বালাবে আলো
আশা আছে
ভাব কালোতেই পাবে আলো|
আশা নেই
দান করেই আসবে মান
আশা আছে
দান সময়ে বাঁচাবে প্রাণ|
আশা নেই
বিধি ন্যায়ের পথটা খুলবে
আশা আছে
'ন্যায়' মানুষের মনে ঢুকবে|
আশা নেই
চোখ রাঙিয়ে আসবে জয়
আশা আছে
হার নিয়ে আসবে না সংশয়|
আশা নেই
পাবো মরণের পরে স্বর্গ
আশা আছে
এই ভুবনেই পাবো স্বর্গ|
আশা নেই
মনে হিংসাকে দেবো স্থান
আশা আছে
মনে ভাব হয়ে যাক অম্লান|
আশা নেই
যেন মৃত্যু না আসে জীবনে
আশা আছে
যেন থাকেই শান্তি গমনে|
  
আশা নেই, আশা আছে|