কে পারে সরাতে সকল দ্বন্দ!
কে পারে করতে কলহ বন্ধ!
দ্বন্দ, কলহ ছিল ও থাকবে
সকলেই এতে জড়িয়ে পড়বে|


কলহবিহীন জীবন যে চাই
যে জীবনে শুধু হাসি নেবে ঠাঁই
কোনোদিন সেই জীবন কি ছিল!
হয়ত বা ছিল, সে খবর নেই|


থাকতেই হবে দ্বন্দ্বের সাথে
সে সময়ে ফুল হবেও ফোটাতে
মিশ্র জীবনে সব থাকবেই
আসবে না চাপ সব মানলেই|


দ্বন্দ থাকবে, থাকতে দাও-না
কি ভাবে কমাবে, সেটাই ভাবো-না!
দ্বন্দ্ববিহীন হতে যদি চাও
মানববিহীন স্থানে চলে যাও|


মানববিহীন স্থানে চলে গেলে
দ্বন্দ কি যাবে তোমাকেও ভুলে!
নিজের মনেই কত যে দ্বন্দ
নিজেই সরাবে ইচ্ছা থাকলে|


দ্বন্দ কি হয় আপনা আপনি!
কদাচিৎ হতে পারে, তা তো জানি
এমন দ্বন্দে উৎস অলীক
সে সব উৎস দ্বন্দের খনি|


জাহির করতে যে চায় ক্ষমতা
সে তো খুলবেই দ্বন্দের খাতা
থাকুক কারণ, নাই বা থাকুক
দ্বন্দ বানিয়ে, দেখাবে ক্ষমতা|


বেশী অহং এর গর্ব থাকলে
দ্বন্দ কি থাকে, কখনো পাতালে!
সামনে আসবে, ধরবে জড়িয়ে
সরাতেই হবে, কোনো ছলে বলে|


হিংসা, ইর্ষা, দ্বেষ, বিদ্বেষ
প্রতিটি মনের একটা অংশ
এগুলোই গড়ে দ্বন্দ কলহ
না সরালে হবে জীবন ধ্বংস|


কম করা যায় দ্বন্দের ভাগ
যদি হওয়া যায় একটু সজাগ
পরিষ্কার এক মন গড়ে নিলে
জীবনে শান্তি করবে অবাক|


কি যে দরকার, কলহ বাঁধানো!
তারপরে চলে চেষ্টা, হারানো
করেই দ্যাখো-না একবার পণ
কলহকে যাবে, দূরেই সরানো|