//আশা থাক, তবে সাধারণ//


অতীতের আশা কাটিয়েছে ঘোর
আজকে আশায় হই না বিভোর
এখন যে আশা, তাতে মন হোক শূন্য
একটাই আশা করতে পারি না পূর্ণ।


সবার জীবনে প্রতি স্তরে আশা
প্রতিটি আশায় আলো ঠাসা ঠাসা
সময় যেতেই নিভে যায় সব আলো
আশাহীন হয়ে মননের আশা কালো।


কেন ঘোরে থাকি! তাই জিঞ্জাসা
ঘোরে থেকেই তো জেগে ওঠে আশা
বলব কী তবে, ঘোর নেশার মতন!
ঘোর এক শক্তি দিয়েই আশার গঠন।


সর্বসময় ঘোরে থাকি না তো
প্রয়োজনে যাই ঘোরে বিশেষত
সকলে যায় কী একই কারণে ঘোরে!
জানা নেই তাই এ কথা বলব কী করে!


সুপ্ত মনে কী আশা আছে বসে!
হটাৎ হটাৎ জেগে মনে আসে
আশা জাগলেই মন হয়ে ওঠে চঞ্চল
ধীরতা আনতে কম হয়ে যায় মনোবল।


আশা যত কম, ভালো তত মন
বুঝতে পেরেও মানিনা তেমন
আশা যেন হয়ে গেছে জীবনের অঙ্গ
এ কী ঠিক নাকি! মানলে জীবন ভঙ্গ।


সাধারণ আশা থাকলে জীবনে
থাকবে জীবন আনন্দ বনে
তারই প্রয়াসে আজকে কাটাই দিন
ধীরে ধীরে, তবু কখনো তো বাজে বীন।


সুবীর সেনগুপ্ত