।।আত্মতত্বে শেষ হিসাব।।


কবিতা লিখেছি, ছিঁড়েও ফেলেছি
ভীড়ের মধ্যে, কিছু হারিয়েছি
কখনো সখনো, গগনে চেয়েছি
এ সব কি নয়, অতি সাধারণ ঘটনা!
কাকেই দেখাব, সেই ছেঁড়া পাতা!
কি করে বলব, হারানোর ব্যাথা!
গগনের পানে, চাওয়া সাদামাটা
চলতি ঘটনা, নিয়ে নেই আলোচনা।


যে কবিতা আমি, ছিঁড়তে পারিনি
যে হারানো ব্যাথা, পুষতে চাইনি
যে চেয়ে থাকার, ভাবনা ধরিনি
তাতেই দিয়েছি, সঁপে জীবনের ধারা...
আমার জীবনে, আমার ঘটনা
তোমার জীবনে, তোমার ঘটনা
সবার জীবনে, বিবিধ ঘটনা
ছোট ঘটনা কি, দেবে ইতিহাসে ধরা!


জিনিস কিনেছি, ফেরত দিয়েছি
টিকিট কেটেছি, নিতেও ভুলেছি
ধরা পড়ে, জরিমানাও দিয়েছি
বিপরীত পথে, শুধু কি আমার চলা!
প্রতিজ্ঞা করেছি, করেই ভেঙেছি
কথাও দিয়েছি, খেলাপ করেছি
প্রমাণ করেছি, আপোষেও গেছি
গুরুতর ভুলে, সবাই ভাসাই ভেলা।


কামনা ধরেছি, ছুঁড়েও ফেলেছি
আশা এনে মনে, পাশেও রেখেছি
জমিয়ে রেখেছি, খরচও করেছি
কোনোটাই নয়, বিশেষত্বের কবলে...
ঝুঁকিও নিয়েছি, ঝুঁকেও গিয়েছি
কষ্ট পেয়েছি, সুখেও থেকেছি
দুঃখ দিয়েছি, নিয়েও ফেলেছি
কিন্তু আমরা, সবাই তো এক দলে।


কিছুই করিনি, যা অসাধারণ
মনে রাখবার, নেই তো কারণ
অনাড়ম্বর, কাটিয়ে জীবন
করতে বসেছি, আত্মতত্বে হিসাব...
হিসাব করেছি, কত তো জীবনে
সে সব ভুলেছি, ন্যায্য কারণে
আজকের এই হিসাব, মেটাবে অভাব।


সুবীর সেনগুপ্ত