//বাহানা কী উপযোগী!//


কী ভীষণ উপযোগী এক শব্দ
পদে পদে তার ব্যবহার
করে ভুল, তার থেকে পার পেতে
এর ব্যবহারে উপকার।


বাহানা বানিয়ে সুহানা সফর
করা যায় কত সহজে
সুর বদলিয়ে মন পাল্টিয়ে
কথাকে ঘোরাই গরজে।


বাহানা কী শুধু একটি শব্দ!
তা নয় তা নয় তা নয়
নিশ্চিতরূপে সুদূর প্রসারী
সাবধানে তুলে আনা হয়।


তৃপ্তি মেটাতে বেশী বেশী খেয়ে
দিই ক্যালরির বাহানা
যেদিন হলোনা শরীর চর্চা
কম আহারের বাহানা।


সময় না মেনে বারবার দেরী
বাহানায় যানজট
তা না হলে আছে বৃষ্টি মিছিল
দুর্ঘটনার ছায়াপথ।


ভালবাসা, তাও বাহানাতে ভরা
এক পক্ষের! তা তো নয়
জট বাঁধলেই, সেটাকে খুলতে
বাহানা মূল উপায়।


যেটাকে ভাবছি বাহানা সকলে
সেটা কী আসলে বাহানা!
অনেক সময় সঠিক কারণ
বাহানাতে হয় কানা।


বলবই নাকি কারণ, বাহানা
দুটো সমার্থ শব্দ!
হয়ত বা তাই, তবে মানব না
বাহানাতে কিছু সত্য।


বাহানার উদাহরণ হিসেবে
কত যে লিখতে হবে
ঐ যে বলেছি প্রতি পদ জুড়ে
বাহানা খেলতে থাকবে।


সুবীর সেনগুপ্ত