'নাই' 'নাই বলে বছর কাটালে
কি করে কাটলো, বলতে পারো কি!
বললে তো নাই, আয় করলে না
চাইলে না কিছু, তাই নেই বাকী|


তুমি তো মানুষ, খেয়েই বেঁচেছ
কি ভাবে পেয়েছ খাবারগুলোকে!
পেয়েছ কি দান! করেছ কি চুরি!
নাকি বানাচ্ছ, বোকাই আমাকে!


নাই যদি থাকে, কি ভাবে কিনেছ
পোশাক আশাক দামী দামী যত!
'নাই' বলে বলে বেরিয়ে ফিরছ
কি যে মতলব, এ যে কোন ছুতো!


'নাই' 'নাই' বলে পাও নাকি কিছু!
যদি তাই হয়, বলোনা আমাকে
আমিও বলব 'নাই' 'নাই' 'নাই'
আর পেয়ে যাব, যা চাই সেটাকে|


'নাই' কেন বলো, তোমার কি নেই!
ভালবাসো নাকি 'নাই' 'নাই' বলা!
এমন স্বভাব দেখিনি কোথাও
এত 'নাই' শুনে কান ঝালাপালা|


কেন যে পারোনা, 'নাই' ছেড়ে দিতে!
আমার কাছে যে, এটা রহস্য
তুমি না বললে, জানা মুশকিল
কোথায় যে আছে, 'নাই' এর উৎস!


তোমার যে আছে, এটা তো স্পষ্ট
লুকোনো যায় না, শুধু 'নাই' বলে
যা আছে সেটাই, বলছো না কেন!
সেটা করলেই, 'নাই' যাবে ভুলে|


বলোনা কোথায় 'নাই' এর উৎস!