//বাঁচতে কি চাও, করে রেষারেষি!//


নিঃশেষ করে দিইনি তো সব
কিন্তু দিয়েছি, কিছু বুঝে-শুনে
তবুও বলছ, খোঁটা দিয়ে কথা
কেন যে বলছ, কীসের কারণে!


যেটুকু দিয়েছি, না দিলেই হতো
না দিতাম যদি, করতে কি দোষী!
হলেও, তা হতাম বিনা কারণের
কিছু না পেয়ে কি, তুমি হতে খুশী!


যে দিতে চায় না, কি করে সে দেবে!
কম আর বেশীর, থাকে না প্রশ্ন
যে দেয় নিজেই, সে তো দিতে চায়
তাঁকে হেয় করে, পাবে কি রত্ন!


তোমার অভাব, আমি কি করব!
আমার কারণে, সৃষ্টি হয়নি
জানবার পরে, আমি তো দিয়েছি
সেটা নিয়ে খোঁটা, ভালো তো লাগেনি।


সবাই অভাবী, এটা কি মানবে!
যদি মানো, তবে তুমি তো বিদুষী
খোঁটা দিয়ে কথা, ছেড়েই দাও না
বাঁচতে কি চাও, করে রেষারেষি!


সুবীর সেনগুপ্ত