মনটাকে ঠিক বাঁধতে পারিনি
গিঁঠ তো দিয়েছি, আলগাও নয়
এত গিঁঠ পরে গেছে মনটাতে
ভাবনাতে গিঁটগুলো বাধা হয়|


তুমি বাঁধবে না আমার এ মন
অসম্ভব এই কাজ ধরবে না
তোমারই মতন আমি অসহায়
আর এক মন বাঁধতে পারি না|


মন আছে সাথে, এইটুকু জানি
নিশ্চুপে মন কাজ করে, মানি
মন এর কাজ কি ভালো না মন্দ!
হওয়ার পরেই হবে কানাকানি|


কারো আছে এত, আর কারো কম
ভাবনাও সব আলাদা রকম
এই জায়গায় সমতার জয়
এই মনে সব নরম গরম|


একান্তে কার কি আছে, জানো কি!
সে তো শুধু মন, মানবে এ কথা
সেই মনটাকে করলে আপন
যাবে নাকি দূরে সব মনোব্যাথা!


মন বাঁধবার করি তো চেষ্টা
কখনো সফল, কখনো তা নই
অসফল হলে, ভাবনাই ছোটে
লক্ষ্য তখন শুধু একটাই|


আমার ভাবনা আমাতেই বাঁধা
তোমার হৃদয়ে তোমার ভাবনা
অতুলন এই সৃষ্টি যে কার!
এর জবাবের নেই যে ধারণা|


অনেক সাধনা করেই পেরেছি
এ মনের কিছু অংশ বাঁধতে
সেই অংশকে সম্পদ করে
দিন পার হয়ে যাচ্ছে বেলাতে|


বাঁধো মনটাকে