বাস্তবে থাকা খুব প্রয়োজন।
।।সুবীর সেনগুপ্ত।।


না উচিৎ ছিল, ভালবাসবার
না ছিল উচিৎ, কাছে টানবার
বাস্তব মানা প্রয়োজন ছিল
মানিনি, ভুগেছি তাই বারবার।


বাস্তবে বাস, এ নয় অজানা
দেখি বাস্তব, কেউ নয় কানা
যা হয়ে যায়, মানতে পারিনা
বাস্তব ছেড়ে, দূরে মেলি ডানা।


ডানা মেলে দূরে, কত দূর যাবো!
পরিচিত সুর, দূরেই কি পাবো!
আসবই ফিরে, বাস্তব দ্বারে
কপালে থাকলে, তাতেই ধরব।


হঠাৎ যে সুখ, চোখের সামনে
মন জেগে ওঠে, পাওয়ার জন্যে
ভুলের সূচনা, বোঝেনাও মন
সে সময় শুধু, পাওয়াই তো মনে।


সব কিছু আছে, ভালবাসা নেই
পেতে উৎসুক, যে কেউ হবেই
পেতে চায়, আর দিতেও তো চায়
অঙ্ক মেলে না, কোনো সময়েই।


আজকের সুখ, আজকেই থাকে
বদলেও যায়, কোনো আগামীতে
সেটা অনুমান, করাই কঠিন
ভুলকে জড়ানো, চলতেই থাকে।


আপসোস দিয়ে, গড়া এ জীবন
আপসোস ঘিরে, ভুলের কিরণ
বাস্তবই পারে, কিরণ সরাতে
তাই বাস্তবে, থাকা প্রয়োজন।