//বেঁচে থাকা এক অধিকার//


পেয়ে গেছি এক অধিকার
অধিকার, বেঁচে থাকবার
জনমের অধিকার কই!
এই নিয়ে কথা আছে কার!


জন্ম কি নয় উপহার!
উপহার দিয়ে সংসার
এক দৃষ্টান্ত সমতার
কদাচিৎ হয় অবিচার।


জনমের পরে খোলা দ্বার
বাঁচা ছুটবেই দুর্ব্বার
দাঁড়িয়ে পড়বে একবার
একবারই হবে শেষ বার।


সুবীর সেনগুপ্ত