পাতানো হয়নি
ভাব কোনোদিন
জানতে পারিনি আড়ি
শোনানো হয়নি
মনের কথাও
একেলা টেনেছি দাঁড়ি।


বন্ধু হয়নি
অরিও হয়নি
দুঃখে হই না ভারী
এই মন নিয়ে
বিশ্ব বলয়ে
সহজেই দিই পাড়ি।


স্বপ্ন থামেনি
থামেনি ভাবনা
দেখে যাই নর নারী
কথা হারাইনি
দমেও যাইনি
করিও না কাড়াকাড়ি।


ডাকতে ছাড়িনি
মিশতে ভুলিনি
বলেছি যা দরকারি
বাঁধতে দিইনি
বেঁধেও রাখিনি
করিনিও বাড়াবাড়ি।


শুনতে ভুলিনি
ভুলও শুনিনি
দেখতে চাইনি বাড়ী
ভাব তো হয়েছে
ঠিক ততটুকু
যাতে গড়ে না তো অরি।


ভাব আর আড়ি
আসলে ভাবিনি
সময়ে দিয়েছি পাড়ি
বছর থামেনি
বয়স কমেনি
জীবনে থেমেছে গাড়ী।