//ভাবছি কাজের সংজ্ঞা কী হবে//


লেখা এক কাজ, বলতেই পারি
পড়া, তাও কাজ ধরতেও পারি
দ্বিতীয় কাজটি হলেও অনেক সহজ
সহজ এই কাজে কার কতটুকু গরজ!


দেখা এক কাজ, হয়েই তো যায়
থাক বা না-থাক গরজের দায়
শুধু আঁখিদুটি মেলে দিলে কাজ শেষ
দেখা হয়ে যাবে না ছড়িয়ে কোনো সন্দেশ।


খুবই সহজ আরও এক কাজ
যে কাজের নেই একটাও ভাঁজ
কিছুই না করে এই কাজে আনমনা
সহজের থেকে সহজ এই কাজ শোনা।


সহজ কঠিন কোনোটাই নয়
এরকম কাজ করে দিন যায়
গতানুগতিক কাজগুলো এই দলে
এই ধরণের কাজেই তো দিন চলে।


একটু কঠিন কাজগুলো শিখে
মানুষ করেই জাহির নিজেকে
দক্ষতা নিয়ে শুরু হয় প্রীতিযোগীতা
গুণমান বেড়ে কাজ পেয়ে যায় মান্যতা।


অনেক কঠিন যে যে কাজগুলো
শিখলে পরেই পথে শুধু আলো
মানুষ শিখছে, তবে সংখ্যায় অল্প
এমন কাজের আছেও কম বিকল্প।


আলাদা করে কি কাজ কিছু হয়!
প্রতিটি  ক্ষণই কাজের বলয়
ঘুমিয়ে থাকলে, সেটাও একটি কাজ
নিষ্ক্রিয় হয়ে বসে থাকা, কাজেরই সাজ।


সুবীর সেনগুপ্ত