//ভাবনা চিন্তা স্বাধীন এবং নিজের//

রাজা হবে প্রজা, তাই তো শুনছি
আর বসে বসে দিনও গুনছি
দিন আসে যায়, সময় ফুরোয়
রাজার মতন রাজা থেকে যায়।

কে যে বলেছিল রাজা হবে প্রজা!
তাঁকেই এবার দিতে হবে সাজা
ছিল নাকি তাঁর বলার কারণ!
নাকি করেছিল মজা অকারণ!

রাজা প্রজা হলে নাই পারিষদ
রোধ হয়ে যাবে আদেশের পথ
নিজের কাজের নিজেই মালিক
কী ভাবে করবে! করে নেবে ঠিক।

যে লোক দিয়েছে এই সন্দেশ
তাঁকে খুঁজলাম, সে নিরুদ্দেশ
তাঁর কথাগুলো লেগেছিল ভালো
ভালো কথাগুলো আঁধারে থাকলো।

প্রজা হয়ে রাজা হবেই নিঃস্ব
সে সুযোগ কম, জানেও বিশ্ব
গণতান্ত্রিক দেশে রাজা নেই
হলেও তাজহীন ধনী থাকবেই।

ভুয়ো খবরের লেজ ধরে ধরে
খুশীর প্রবেশ মন গহ্বরে
খবর হারায়, খুশী উবে যায়
খবর বিশ্লেষণে স্থান পায়।

যদি হয়ে যায় প্রজা এক রাজা!
তাঁর যে অতীত, থাকবে কি তাজা
কল্পনা করে লাভ হবে কার!
ভাবনা চিন্তা স্বাধীন সবার।

সুবীর সেনগুপ্ত