//ভাবনা স্বাধীন আর অনন্য//


কোন ভাব যাবে শীতলের ঘরে
কোনটা যে হবে উষ্ণ!
কোন মাপকাঠি করবে বিচার!
কি ভাবেই হবে যত্ন!


ভাবনা বিরাট, ভাবনা হ্রস্ব
ভাবনায় মন মগ্ন
বেমানান হয়ে ভাবনার ধারা
খামখেয়ালীতে পূর্ণ|


কোনো ক্ষণ নয় ভাবনাবিহীন
অভূতপূর্ব সৃষ্টি
ভাবনা আড়ালে আকারবিহীন
ধরতে পারেনা দৃষ্টি|


শুধু এক পথে করা মূল্যায়ন
সেই পথ অনুভূতি
আর অনুভূতি তরল সমান
দিতেও পারেনা স্থিতি|


আমি চাই আর তুমিও তো চাও
ভাবনাকে বশ করতে
আমি অসফল তুমি অসফল
চাও কি তর্ক করতে!


ভাবনাই বলো, বলো চিন্তন
তাতে কী বা আসে যায়
অনেক নামেতে ভাবনা কি আর
অভাবের পথে যায়!


ভাবনা এমন অতুলনীয় যে
তুলনা করবে অজ্ঞ
ভাবনা স্বাধীন আর অনন্য
তাঁরা জানে যাঁরা বিজ্ঞ|


ভাবনা নিয়েই পথ চলা শুরু
পথ শেষ ভাবনাতে
যদি না থাকেই ভাবনার ধারা
লিখব কি কবিতাতে!


সুবীর সেনগুপ্ত