//ভাবনাবিহীন জীবন//


গরম গরম ভাঙ্গিয়ে নিয়েছি গম
নরম নরম বানিয়ে নিয়েছি রুটি
মানতে শিখেছি নিজের কাজের ত্রুটি।


করেই চলেছি পরম আগ্রহে কাজ
চরম ফলের নেই অভিলাষ সেরকম
গ্রহণযোগ্য ফল হলেই ভাবি উত্তম।


'অধম' শব্দ নেই আমার অভিধানে
কদম বাড়াতে পারলেই পাই সন্তোষ
বিরহিত হয়ে চাই না দিতেও দোষ।


শরম করার মতো কাজ নেই চেতনায়
বেশরম হয়ে করতে চাই না গর্ব
কিছু সুখ ছাড়ি, জীবন তাতে অপূর্ব।


করম আমার সব এক স্তর জুড়ে
গড়ে নিই কিছু নতুন নিয়ম সময়ে
ফল যেটা হয়, তাই ধরে ফেলি জড়িয়ে।


বিরাম খুঁজতে খুঁজতে হই না ক্লান্ত
অবিরাম কাজে ডুবেও বিরাম পাই
জটিলতা দূরে রেখে গান গেয়ে যাই।


সুবীর সেনগুপ্ত