//'ভালো' বলা উত্তম//


সকলে বলছে 'ভালো'
আমিও বলব 'ভালো'
আসরে জ্বলবে আলো
শুনে থাকি সম্মতি খুব প্রয়োজন...
সম্মতি না থাকলে মনে আলোড়ন।


বিষয় সে যাই হোক
এক মতে রায় হোক
হোক হাসি হাসি চোখ
তবেই আসর হবে প্রাণ চঞ্চল
নইলে তো ছাড়াছাড়া দলবল।


'ভালো' বলা উত্তম
বলব কী হরদম!
বলে ভাবব কী ভ্রম!
জোর করে 'ভালো' বলে কী হাঁসিল হবে!
অপ্রাকৃত মত দিয়ে মন দুখী হবে।


জোট হলে থাকে মত
জোট না হলেও মত
মত মানে নিজ মত
বিচার ও বিবেচনা করাই তো শ্রেয়
অস্পষ্ট যত মত অগ্রহণীয়।


যে কথা সত্য হয়
সহজের পথ পায়
অভিমতে নেই দায়
স্বতঃস্ফূর্তভাবে বলা যায় 'ভালো'
সত্য না থাকে যদি, বিপরীতে চলো।


সুবীর সেনগুপ্ত