//ভালবাসহীন জীবন অচেনা//


এগিয়ে গেলাম ভালবাসা নিতে
ভালবাসা গেল পিছনের পথে
বোধহয় বুঝতে ভুল হয়ে গেছে, কে জানে!
কোন ডাক আসে অন্তর থেকে!
আর কোন ডাক দেখাতে লোককে!
এটা না বুঝলে, ভালবাসা নেই জীবনে।


ভালবাসা দেয় নিবিড় বেদনা
ভালোবাসাহীন জীবন অচেনা
হিসাবেও ভালবাসা বেমানান
মানতে চায় না মোটেই বিধান
তবু পেয়ে যায় ভালবাসা বেশ মান্যতা...
কেউ শেখায় নি কী যে ভালবাসা
নিজে নিজে শেখা নিজ প্রত্যাশা
পরীক্ষা এবং ত্রুটি ধরে ধরে
কামনায় ভালবাসা নিই ভরে
কিন্তু তীরের পাই না স্পর্শ, পাই ব্যাথা।


এগিয়ে পিছিয়ে খুঁজি ভালবাসা
এই নিয়মেও মেটে না পিপাসা
তবে কি করতে হবে প্রতীক্ষা!
কবে ভালবাসা দেবে যে দীক্ষা!
খুঁজে খুঁজে ফিরি নিকটে সুদূরে দিগন্তে...
ভালবাসা দেখি চোখের সামনে
হাতে হাত রেখে চলেছে দুজনে
সাগরের তটে, ভরা উদ্যানে
ভালবাসা হাসি কুটিরের খানে
ভালবাসা ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে ধরাতে।


নারী পুরুষের মধুর মিলন
তার থেকে প্রাণ হয় প্রনয়ণ
অতীতের ঘরে স্মৃতির বাঁধন
একীভূত হওয়া দুটি প্রাণ মন
এই তো প্রকৃত জীবন আমার মতে...
আমার মত যে হয় না বিধান
সকলের মত জুড়ে জুড়ে তান
এক ভাবনায় মনোযোগ দান
সকলে যে প্রকৃতির সন্তান
মনে হয় ভালবাসাই শীর্ষে জগতে।


সুবীর সেনগুপ্ত