//ভালোবাসাতেই সুখ আনন্দ//


তোমার আশায় দাঁড়িয়ে আছি খোলা দরজায়
তুমি আসছ না, আসছে বৃষ্টি অঝোর ঝরায়
তাপত্তাপ নেই, ভিজছি আমি অপেক্ষাতে
বৃষ্টি থামল, হুঁশ ফিরল নিজ চেতনায়।


তোমার আশায় দাঁড়িয়ে থাকি নিয়ম মেনেই
আশার মরণ আজকেও হবে সেটা জেনেই
এই অভ্যেস আর কতদিন চলতে পারে
এর উত্তর আছে নাকি কারো জ্ঞানেই।


কেন ভালবাসা বাঁচতে পারে না আজীবন
বাঁচাতে পারিনা তাই কী হয়ে যায় মরণ
বাঁচাতে পারিনা কিন্তু কেন পরে ভাবি
কেন হয় মৃত ভালবাসা পরে স্মরণ।


ভালবাসা পাখী, ভালবাসা মেঘ, যায় উড়ে
যেন তরঙ্গ এসে পালিয়ে যায় বারেবারে
চন্দ্রমা নয়, এ তো বলা যায় বোধহয়
সূর্য হবেনা, এ কথা মনের অন্তরে।


ভালবাসা স্বন, ভালবাসা সুর, ভালবাসা তাল
ভালবাসা হলে অকৃত্রিম, চাই না তো ঢাল
ভালবাসা গেলে ন্যায় বিচারের পক্ষে
ধ্রুব সত্যের মতোই জড়াবে জাল।


আর একদিনও আসবে না মম দরজায়
এ কথা জেনেও আমি থাকি দরজায়
এই কাজ থেকে যে আনন্দ আসে
সেই আনন্দ নিয়েই দিন যায়।


দরজা খুলব কিংবা দরজা খুলব না
কিন্তু তুমি তো এই মন থেকে হারাবে না
বৃষ্টি পড়লে পড়ুক, আসুক রামধনু
রামধনু দেখে দেখে মম আশা মরবে না।


সুবীর সেনগুপ্ত