ভালোর সংজ্ঞা, সে তো আজগুবী!


আজকে এখন আমার ভাবনা
একটা শব্দে কাটছে জাবনা
অন্য শব্দ আসছে ও উবে যাচ্ছে
'ভালো' শব্দটা সমানে আমাকে ডাকছে।


এই এক শব্দ, রোজ শুনে যাই
'ভালো'র মাঝেই ডুবেছি সবাই
ভালো চাই, আর সব ভালো চাই
সন্ধান আছে, শুধু ভালোতেই।


ভালো খুঁজে নিয়ে, থাকি ভালোতেই
মন কেন আরো, খুঁজতে থাকেই!
'বেশী ভালো চাই', এ কী উপদ্রব!
'ভালো' শব্দটা, নিয়ে মনে রব।


ভালো ভালো ভালো, করেই মরছি
ভালো পেলেই কি, থামতে পারছি!
চোখ ভালো চাই, চুল ভালো চাই
শ্রবণ ও স্বাদ, তাও ভালো চাই।


কী ভালো চাইনা! ভেবে তো দেখিনি
ভেবে দেখলাম, কিছুই পাইনি
সর্বদা ভালো, আর সব ভালো
এ তো হবেই না, কে যেন বললো।


না হয় না হোক, সব কিছু ভালো
অন্তত, ভালো হোক-না প্রেমিকা!
এবং প্রেমিক, সেও ভালো হোক
তবেই জীবনে, শান্তিও পাকা।


শ্বশুর শাশুড়ি, ভালো পেতে চাই
নাতি ও নাতনি, খুব ভালো চাই
'ভালো চাই', এ তো করে যাই দাবী
'ভালো'র সংজ্ঞা, সে তো আজগুবী।


সংজ্ঞাই যদি, হয় ত্রুটিযুক্ত
কোন ভালোটার হবো যে ভক্ত!
'ভালো' কি তবেই শুধু উপমেয়!
ভালো তো সেটাই, যেটা হয় প্রিয়।


আর ভালো নয়, চাই বিবেচনা
কাজ হয়ে যাক, এটাই কামনা
'ভালো' 'ভালো' ভেবে, সময় নষ্ট
ভালো না চাইলে, জীবন স্পষ্ট।


সুবীর সেনগুপ্ত