//ভেবে কি আনব! না, এনে ভাববো!//

ভেবে কি আনব!
না, এনে ভাববো!
দুটোর মধ্যে, কোন পথে যাবো!
কখনো এ পথে
কখনো ও পথে
যদি যাই, তবে ভুল কি করব!


ভেবেও এনেছি
এনেও ভেবেছি
কোনটা যে ভালো, তুলনা করিনি...
আনতে পেরেছি
হটাৎ এনেছি
ভেবে যে আনবো, সময় পাইনি|


অনুসূচী গড়ে
এনেছিও ঘরে
তখন হয়েছে, পরিকল্পনা...
তাও কি ভেসেছে
মন পরিতোষে!
সেই একই ভাব, বিচারে তাড়না|


ভাবনা ও আনা
শুধু কি বাহানা!
এমন বললে, এ তো ভুল হবে...
বুঝে সুঝে এনে
ব্যবহারে মানে
আর সাশ্রয়, কিছু তো বাড়বে|


ভেবে আনা হবে
আনবে, না ভেবে
দুটোই চলবে, প্রতি সংসারে...
সময় বলবে
কে কী যে করবে
ভাবনা ও আনা, ঢাকবে চাদরে|


যেটাই করিনা
তৃপ্তি আসে না
আনা হয়ে যায়, মনও বসে না...
আরো আরো আনি
ভাবনাকে টানি
এই প্রকরণ, শেষও হয় না|


সুবীর সেনগুপ্ত