//ভীষণ জটিল কথা বিশ্লেষণ//

আগেও বলিনি
এখনও বলিনা
ভবিষ্যতেও বলব না
যে বিষয়ে জ্ঞান একদম নেই
তা নিয়ে কথাও ছুঁড়ব না।

জানলেই কথা
না জানলে নয়
অযথা কথার
আয়োজনে ভয়
ভুল কথাগুলো গড়ে সমস্যা
সমস্যা কী না আনলেই নয়!

কথা শোনানোর
কথা জানানোর
কথা অভিমান
রাগ ভাঙ্গানোর
কথা না থাকলে নেই সম্পর্ক
কথা আদরের সুখ আনানোর।

কথা প্ররোচনা
কথা আলোচনা
কখনো কথাই
হয় বিড়ম্বনা
তবুও কথাই যথার্থ সাথী
নিজের কথাই নিজ সমব্যাথী।

কথা বলা হয়
শোনা হয়ে যায়
কথা লিখে লিখে
জমা করা হয়
সঠিক কথার মন্থন করে
অতীতের কথা জীবন মাতায়।

জ্ঞানহীন হয়ে
কী যে হবে কথা!
না বলে থাকাই
উচিৎ বারতা
জ্ঞান নেই, তাও কথা প্রয়োজন
ভীষণ জটিল কথা বিশ্লেষণ।

সুবীর সেনগুপ্ত