রিক্ত বেদনা সিক্ত কামনা
মৃত বাসনার গর্ভে
এই আশা নিয়ে ওরা বেঁচে আছে
মাথা নীচু করে নীরবে।


ওরা ছিন্ন বস্ত্রে লজ্জাকে ঢাকে
ভালবাসা চায় নিশীথে
দুটো আহারের সাধন কোথায়!
তাও ডুবে থাকে কথাতে।


গণতান্ত্রিক দেশে নাগরিক
জানেনা কিছ্ছু অধিকার
সাহসে অভাব, তাই তো বিবশ
প্রতিবাদে নেই ধার।


ওরা মেলে ধরে যেখানে সেখানে
তোবড়ানো এক পাত্র
এটাই ওদের বাঁচার জন্য
একটি মাত্র অস্ত্র।


কবে এসেছিল পৃথিবী পৃষ্টে
তাও তো ওদের অজানা
'বয়স' একটা শুধুই সংখ্যা
যার নেই কোনো ঠিকানা।


ওরা ভালবাসে, প্রমাণ তো রাখে
বেড়ে যায় সংখ্যায়
ভবিষ্যতের ভাবনাও নেই
বাঁচে এবেলায় ওবেলায়।


ওরাও কি ডোবে বেশী চিন্তাতে!
আমার জ্ঞানে তা নেই
ওদের ভাবনা কোন পথে ঘোরে!
জানতে আমি যে চাই।


পথে সংসার, স্থায়ী কিছু নয়
করে কি কিছুর হিসাব!
প্রাণ তো তোমার আমার মতই
কিন্তু বেশী অভাব।


কেন হয় না যে ওরা বিদ্রোহী!
কেন জানায় না রোষ!
কেন ভেঙ্গে চুরে দেয় না সমাজ!
এই কি ওদের দোষ!


বোধহয় মেনেছে এই পরিস্থিতি
ভেবেছে বাঁচাই লাভ
এই বাঁচাকেই মেনেছে জীবন
ভিক্ষার সাথে ভাব।