// ভিক্ষা শব্দ কেন অনুচিৎ! //


ভিক্ষা শব্দ হলে অনুচিৎ
ভিক্ষা প্রদান হয় কি উচিৎ!
অজান্তে দান হয়ত বা ঠিক
কী প্রয়োজন রাখাই অধিক!


গণতান্ত্রিক দেশের নিয়ম
ভিক্ষাকে বলা হয় বেনিয়ম
বাঁচার সাধন নেই যে আমার
স্বেচ্ছা মরণ, তাও অনাচার।


আমার বিবেক চাওয়া থেকে দূরে
পাওয়া থেকে দূরে বললেই ভুল
পাওয়া মানেই কি চাওয়া হবে নাকি!
সহজাত পাওয়া ছেড়ে দেবো নাকি!


দারিদ্রতায় আছে বহু প্রাণ
তাঁরা অনাহারে দেবে প্রাণ দান
এমন নিয়মে ঘোর আপত্তি
মানব না আমি দেখালে যুক্তি।


একদিকে আছে ভিক্ষার ঝুলি
আর এক দিকে দানের আধূলি
দুটো দিকই ঠিক, পারি কি বলতে!
নাকি বিপরীত! পারিনা ভাবতে।


ভিক্ষা এবং চাওয়া এক নয়
চাওয়া লোভ আর লাভ জুড়ে রয়
চাওয়ার সঙ্গে জুড়েই সুবিধা
কী যে চাওয়া হবে! তর্কেও দ্বিধা।


শখ করে কেন ভিখারী হয় না
নিরুপায়, তবু বাঁচার কামনা
ভিখারীকে কেউ দেবে নাকি দান!
দিলেও তা হবে ভিক্ষা সমান।


সুবীর সেনগুপ্ত