ভিন্ন ভিন্ন আধারে মন অনন্য
বিবিধ ভাবনা ভিন্ন ভিন্ন আকারে
ভিন্ন ঘটনা ভিন্ন স্রোতের গর্ভে
পাক-বিপাকের চাপে পড়ে হয় বন্য|


চলে যেতে পারো কিছু না বলেই
নাও-বা-না-নাও কোনো কিছু সাথে
সাথে তো নেবেই শরীর...
রেখে যেতে হবে সব স্মৃতিগুলো
তাতেই মাখাব আবীর|


যাওয়ার কারণ কি হবে জেনেই
কারণ যা হোক, নিয়ে গেছ সাথে
রেখে গেছ অনুভূতি...
তাই জড়িয়েই কেটে যাবে দিন
ছাড়বার আগে অদিতি|


চলে গেছ তুমি, সে স্থান শূন্য
পূর্ণ হবে-কি-হবে-না, জানি না
সময় সামনে এগোবে...
সময়ের সাথে এগোতেই হবে
তুমি থাকলেও অভাবে|


যে সত্য আজ গড়ে গেলে তুমি
বলবনা এ তো নজিরবিহীন
ছেড়ে গেলে জিজ্ঞাসা...
অবসরে অনুসন্ধান করে
মেটাতে থাকব পিপাসা|


সাথে থাকা আর সহ্য হয়নি
তাই দূরে গেছ, বেশ ভাল কথা
ফেলে গেলে সংসার...
তছনছ করে যাওনি কেন যে!
এ কি নয় অবিচার!


ভিন্ন আধারে মন অনন্য