//ভরা খালি যাই হোক, পকেট তো আছে//


পকেটটা ভারী ভারী লাগছে
করতে হবেই কিছু খালি
কী করি কী করি ভাব জড়িয়েছে
আয় করে ভরা হবে ডালি।


পকেটটা নিজে ভারী করেছি
এখন বলছি কেন ভারী!
এই ভার সহনে কি কষ্ট!
কামনা কি নয়, হোক আরও ভারী!


অনেক পকেট থেকে যায় খালি
ভারী করবার হয় চেষ্টা
অসফল হয়ে গেলে প্রয়াসের
খালিতে মেটাতে হয় তেষ্টা।


পকেটটা ঋণ নিয়ে ভারী
এই ভার নিয়ে আমি কাত
যতই করতে চাই খালি
ঋণ বেড়ে বেড়ে হয় শাঁখের করাত।


টাকা দরকার, খুব দরকার
ফলবে না গাছে টাকা, জানি
সোজা পথে আয় নয় যথেষ্ট
বাঁকা পথ আর ঋণ ধরে টানাটানি।


পকেটটা থাকবেই, হোক ভরা খালি
খুব যদি ভরে যায়, দিই হাততালি
খুব খালি যে পকেট, অনাদরে ফুটো
সেই পকেটের প্রয়োজন হয় তালি।


পকেটটা আছে পড়ে, থাকবেও
ধন এলে গড়ে ওঠে দল
দল হলে মজবুত, আরো আসে ধন
নইলে পকেট থাকে একা নিশ্চল।


সুবীর সেনগুপ্ত