//ভুগবে গরীব, তাই যে নিয়ম//


পায়ের তলায় কার্পেট চাই
মাথার উপর ঝাড় লন্ঠন
ঘরের মাঝে শীতল আমেজ
দেওয়াল জুড়ে থাক দর্পণ।


এমন হলেই বাঁচা সফল
এর কমে সায় দেয় না যে মন
বাঁচার মতন বাঁচতে হবে
এই তো ধনীর ভাবনার বন।


কাজ তো করবে দাস-দাসীরা
তাদের বাঁচা দয়ারই ক্ষণ
আদেশ পালন তাদেরই কাজ
কাজের জন্য তাদের ভূবন।


একটা দুটো তিনটে তো নয়
ধনীর আছে অনেক বাহন
কী নেই তাদের! সেটাই প্রশ্ন
করাই কঠিন অনুধাবন।


গরীবদেরও বাঁচতে হবেই
তাদের কাজেই ধনীর যে ধন
তারই ক্ষুদ্র অংশ নিয়ে
গরীব বাঁচে দয়ার মরন।


ভোগের অধিকার আমীরের
ভুগবে কেন! কোথায় কারণ!
নিয়ম মাফিক ভুগবে গরীব
তাই তো করে অনুসরণ।


আমীর কেবল পেয়েই যাবে
গরীব পাবে ঘুমে স্বপন
ভোগও করবে শুধুই স্বপ্নে
বাস্তবে, তার কাজই রতন।


গরীব সোনার পাথর বাটি
থাকেও বেঁচে আঁকড়ে মাটি
এমন কেন বিধির বিধান!
এর কি কোনো নেই সমাধান!!!


সুবীর সেনগুপ্ত